গাজিয়াবাদ, ২৫ সেপ্টেম্বর – ভারতীয় বায়ুসেনার মুকুটে জুড়ল নতুন পালক। প্রথম সি-২৯৫ সামরিক পরিবহণ বিমান ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গাজিয়াবাদের হিন্দন এয়ার ফোর্স স্টেশনে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় বায়ুসেনার হাতে সি-২৯৫ বিমান তুলে দেন। গত ২০ সেপ্টেম্বর গুজরাটের বরোদার বায়ুসেনা ঘাঁটিতে স্পেন থেকে প্রথম সি-২৯৫ বিমানটি এসে পৌঁছেছিল। এই অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ‘সর্বধর্ম পূজা’-তেও অংশ নেন রাজনাথ সিং।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, সামরিক পরিবহণ বিমান সি-২৯ লাদাখ, সিকিম কিংবা অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখার দুর্গম ঘাঁটিগুলিতে এবার থেকে সহজেই অস্ত্র এবং রসদ পৌঁছে দিতে পারবে। চিন আগ্রাসনের আশঙ্কা দেখা দিলেই প্রয়োজনীয় সেনাঘাঁটিগুলিতে দ্রুত পৌঁছে দিতে পারবে বাড়তি বাহিনী। পাশাপাশি আহত বা অসুস্থ সেনাদের ফিরিয়ে আনা, এমনকি প্রয়োজনে এই বিমান শত্রুপক্ষের উপর নজরদারির কাজেও ব্যবহার করা যেতে পারে। একসঙ্গে ৭১ জন সেনা বা প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম-সহ ৫০ জন প্যারাট্রুপার কমান্ডোকে নিয়ে পাড়ি দিতে পারে সি-২৯৫।
Advertisement
Advertisement
Advertisement



