মমতার ধর্ণার পাল্টা জবাবে শ্যামবাজার মেট্রোর সামনে ধর্নায় শুভেন্দু   

কলকাতা,২৯ মার্চ — আজ শহরে বড় বড় ইভেন্ট। যার জেরে গোটা কলকাতা জুড়ে যানজট। মমতার ধর্ণার পাল্টা দিতে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগে ধর্নায় বসছেন বিজেপির শুভেন্দু অধিকারী। শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার,দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্না চলবে। মেট্রো স্টেশনের গেটের কাছে ৪০ ফুটের মঞ্চ তৈরি করা হয়েছে। 

অপরদিকে, ফের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি নিয়ে মমতা পক্ষপাতমূলক আচরণ করেন বলে অভিযোগ শুভেন্দুর। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে তালিকা পাঠান না। তাতেই বঞ্চিত হচ্ছেন এ রাজ্যের কৃষকরা। শুধু তাই নয়, ধান কেনার টাকায় ব্যাপক দুর্নীতিও হয়েছে বলে দাবি শুভেন্দুর।