১০ দিনে ১২ জনকে গলা কেটে ‘দৃষ্টান্তমূলক’ শাস্তি সৌদি আরবে

Written by SNS November 22, 2022 6:08 pm

রিয়াদ, ২২ নভেম্বর– গত ১০ দিনে  ১২ জন অপরাধীকে তরোয়াল দিয়ে গলা কেটে শাস্তি দিল সৌদি আরব। সাম্প্রতিক এক তথ্য বলছে, দিনে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকাই তাদের এই শাস্তি।

মাদক পাচারের অপরাধে সম্প্রতি যে ১২ জন অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে ৩ পাকিস্তানি, ৪ সিরীয়, ২ জর্ডনের নাগরিক এবং ৩ জন সৌদির বাসিন্দা। চলতি বছরের মার্চ মাসেই খুন, সন্ত্রাসবাদ-সহ নানা অপরাধে জড়িত ৮১ জন অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে। সাম্প্রতিক অতীতে সৌদি আরবে মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিও।

বছর দু’য়েক আগে দেশে মৃত্যুদণ্ডের সংখ্যা কমানোর চেষ্টা করেছিল সৌদি প্রশাসন। কিন্তু, ২০১৮ সালে আমেরিকার সাংবাদিক জামাল খাশোগ্গিকে তুরস্ক মৃত্যুদণ্ড দেওয়ার পর পশ্চিম এশিয়ায় আবার মৃত্যুদণ্ডের সংখ্যা কিছুটা বেড়েছে।