• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘অবৈধ বিয়ে’র সন্তানরাও মা-বাবার সম্পত্তি পাবে: সুপ্রিম কোর্ট

দিল্লি, ১ সেপ্টেম্বর– ‘অবৈধ বিয়ে’র সন্তানেরাও মা-বাবার সম্পত্তি পাওয়ার যোগ্য। শুক্রবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট (Suprme Court)। তবে তাঁরা কেবলমাত্র হিন্দু উত্তরাধিকার আইনেই তা দাবি করতে পারবেন বলেও জানিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ‘অবৈধ বিয়ে’র সন্তানরা কেবলমাত্র অভিভাবকদের স্ব-উপার্জিত সম্পত্তির অধিকার পেতে পারেন। কিন্তু বংশানুক্রমিক ভাবে প্রাপ্ত সম্পত্তি তাঁরা পাবেন না।

দিল্লি, ১ সেপ্টেম্বর– ‘অবৈধ বিয়ে’র সন্তানেরাও মা-বাবার সম্পত্তি পাওয়ার যোগ্য। শুক্রবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট (Suprme Court)। তবে তাঁরা কেবলমাত্র হিন্দু উত্তরাধিকার আইনেই তা দাবি করতে পারবেন বলেও জানিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ‘অবৈধ বিয়ে’র সন্তানরা কেবলমাত্র অভিভাবকদের স্ব-উপার্জিত সম্পত্তির অধিকার পেতে পারেন। কিন্তু বংশানুক্রমিক ভাবে প্রাপ্ত সম্পত্তি তাঁরা পাবেন না।

কিন্তু এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ‘অবৈধ বিয়ে’র সন্তানরা মা-বাবার সব সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার যোগ্য, সেটা স্ব-উপার্জিতই হোক কিংবা বংশগত

Advertisement

২০১১ সালে শীর্ষ আদালতের দুই সদস্যের বেঞ্চ এই সংক্রান্ত এক মামলায় যে রায় দিয়েছিল, তা বিরোধিতা করে রুজু হওয়া মামলার শুনানি ছিল এদিন। আর সেখানেই এই রায় দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, হিন্দু আইন অনুসারে, ‘অবৈধ বিয়ে’তে কাউকে স্বামী বা স্ত্রীর মর্যাদা দেওয়া হয় না।

Advertisement

Advertisement