কলকাতা, ১৫ জুলাই – প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানোর সুপারিশ করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই সুপারিশ মতো রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সেই নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য–রাজনীতিতে। এরপর ফের নিজের পুরোনো দফতরে ফিরিয়ে নেওয়া হয় এই মহিলা আইএএস অফিসারকে। তাঁকে পর্যটন দফতরের বিশেষ সচিব পদে নিয়োগ করে নবান্ন। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কেও অব্যাহতি দেওয়া হল। তাঁকেও নবান্নের পুরোনো পদে ফিরিয়ে নেওয়া হয়েছে। তিনি তথ্য ও সংস্কৃতি দফতরের চলচ্চিত্র বিভাগের জয়েন্ট ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। সেই পদেই ফের যোগ দিয়েছেন এই আধিকারিক। প্রেস সচিব পদে রাজভবন থেকে আর কাউকে চাওয়া হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায় নি। রাজভবন থেকে নবান্নের কাছে প্রেস সচিব নিয়োগের জন্য কোনো চিঠি এখনো দেওয়া হয়নি।
Advertisement
Advertisement
Advertisement



