মুম্বাই,২৮ সেপ্টেম্বর — পয়লা অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৬’। ছোটপর্দায় ফিরছে রিয়্যালিটি শো ‘বিগ বস’। বলিউডে জোর গুঞ্জন ছিল, ‘বিগ বস’-এর এই নতুন মরশুম সঞ্চালনার জন্য নাকি হাজার কোটি টাকা নিয়েছেন বলিউডের সুলতান। সেই জল্পনায় মতামত জানাতে গিয়েই চাঞ্চল্যকর দাবি করেছেন সুপারস্টার।
প্রতি বছর শো শুরু হওয়ার আগে শোনা যায় সলমন আর এই শোয়ের সঞ্চালনা করতে চান না। কিন্তু এবার খবর ছিল অন্য। এবার রটনা ছিল, রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করতে এক হাজার কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সলমন।
উল্লেখ্য, পয়লা অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৬’। তার আগে সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন সলমন। শোয়ের প্রথম প্রতিযোগী আব্দু রোজিকের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তারপর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তারকা। তখনই পারিশ্রমিকের প্রসঙ্গ ওঠে। সলমন বলেন, “যদি আমি এই পারিশ্রমিক পেতাম তাহলে সারাজীবন কাজই করতাম না। আর যে হাজার কোটি টাকা নেওয়ার রটনা রটেছিল তা তো আমি ফেরত দেব ভেবেছিলাম কিন্তু পেলামই না। তাই চ্যানেলই পুরো লাভ পাবে।”
Advertisement
Advertisement
Advertisement



