জলপাইগুড়ি,২১ ডিসেম্বর– দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিল স্বামী।এবার দিনের আলোয় সবার চোখের সামনে স্ত্রীকে খুন করে সোজা থানায় ঢুকে পড়ল স্বামী । দিনে দুপুরে এমন ঘটনা চোখের সামনে ঘটতে দেখে আতংকিত এলাকার মানুষ। ভয়ে তারা এদিক ওদিক ছুটতে শুরু করেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ ।হাসপাতালে পৌঁছানো মাত্র কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বুধবার সাতসকালে এই ঘটনা ঘটে শিলিগুড়ি সংলগ্ন আশিঘরের পুর্ব চয়নপাড়ায়। আশিঘর আউটপোস্টের পুলিশ জানিয়েছে মানসিক অসুস্থতার জন্য এমন কান্ড ঘটিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। তার মানসিক অসুস্থতার কথা সামনে আসতেই ক্ষণিক বিচলিত ছিলেন রোগী নিজেই। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম অনিতা দাস(৩৫)। এদিন সকালে তিনি সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। আচমকাই তাঁর পিছনে ছুটতে শুরু করেন তাঁর স্বামী অজিত দাস। আশিঘর মোড় পেরিয়ে পুর্ব চয়নপাড়ার একটি গলিতে ঢুকতেই ইট দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করতে থাকেন অজিত দাস। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই মহিলা।
স্থানীয়রা এই দৃশ্য দেখে প্রাথমিকভাবে হতচকিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আশিঘর ফাঁড়িতে খবর দেন। পুলিশ পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্ত্রীকে মারার পর ওই ব্যক্তি নিজেই একটি ইটের টুকরো নিয়ে আশিঘর ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন।
Advertisement
Advertisement



