গ্যাংটক, ২০ মার্চ — ভারী তুষারপাতের কারণে সিকিমের ছাঙ্গু লেকে আটকে পড়েছেন এক হাজার পর্যটক। গত বৃহস্পতিবার বিকেল থেকে অবিরাম তুষারপাতে অবরুদ্ধ হয় পূর্ব সিকিমের ছাঙ্গু লেক, নাথুলাসহ বিস্তীর্ণ এলাকার রাস্তা। সেখানেই ১৫ কিলোমিটার এলাকায় আটকে পড়েন পর্যটকেরা।
বৃহস্পতিবার বিকেল থেকে সিকিমের জওহরলাল নেহরু রোড বরফের তলায়। আশপাশও বরফে ঢাকা। সিকিম পর্যটন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক দিন থেকে পূর্ব সিকিমের উঁচু এলাকায় ভারী তুষারপাত চলছে। ১৭ মাইলের দিকে যাওয়ার রাস্তা প্রায় বন্ধ হয়ে ছিল। এ সড়কপথে পর্যটকেরা ছাঙ্গু লেক, বাবা মন্দির ও নাথুলায় বেড়াতে যান। তবে ড্রেজারের সাহায্যে বরফের পুরু আস্তরণ কেটে ৩ থেকে ১৩ মাইল পর্যন্ত সড়কপথ যানবাহন চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



