নিউ ইয়র্ক, ৩০ সেপ্টেম্বর – ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নিউ ইয়র্ক। শহরের বিভিন্ন এলাকার বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন। পরিস্থিতি সামাল দিতে শহরে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। ভারী বৃষ্টির কারণে নিউ ইয়র্কের বিমান এবং মেট্রো পরিষেবাও ব্যাহত হয়। শুধু নিউ ইয়র্ক নয়, আমেরিকার উত্তর-পূর্ব অঞ্চল জুড়ে রাতভর ভারী বৃষ্টিতে নিউ ইয়র্কের একাধিক রাস্তা জলে ডুবে যায়।
নিউ ইয়র্কে শুক্রবার সারা দিন মুষলধারে বৃষ্টি। অত্যধিক ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। গত কয়েক দশকে এক দিনে এত বৃষ্টি হওয়ার উদাহরণ নেই বললেই চলে। জল ভেঙে এগোতে হচ্ছে গাড়ি। পথচলতি মানুষ জল এড়াতে রাস্তার ধারের রেলিংয়ে উঠে পড়ছেন— এমন ছবিও দেখা যায়। জলের উপর দিয়েই বিমানবন্দরে প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের। বেশ কিছু বিমান ছাড়তে দেরি হচ্ছে।
Advertisement
Advertisement
Advertisement



