দিল্লি, ১৭ ফেব্রুয়ারি– বিমান দুর্ঘটনা বা যে কোনও জটিলতায় ব্ল্যাক বক্সের ডেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তদন্তে। বিমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি যন্ত্র হল ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার। যা ব্ল্যাক বক্স নামে পরিচিত। সেই যন্ত্র এবার আমদানি করার পরিবর্তে দেশেই তৈরি হবে ।
ভারতে তা তৈরি করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড সংক্ষেপে হ্যাল। ওই রাষ্ট্রায়ত্ত সংস্থা জানিয়েছে, দেশীয়ভাবে তৈরি ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার তৈরির জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন থেকে তারা ইন্ডিয়ান টেকনিক্যাল স্ট্যান্ডার্ড অর্ডারের অনুমোদন পেয়েছে।
Advertisement
হ্যালের বেঙ্গালুরুর সদর দফতর আরও জানিয়েছে, বেসামরিক বিমানে ব্যবহৃত নির্দিষ্ট উপকরণ তৈরির জন্য ইন্ডিয়ান টেকনিক্যাল স্ট্যান্ডার্ড অর্ডার একটি সর্বনিম্ন কর্মক্ষমতা মান। হ্যালের এটি উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যেই ওই সরকারি সংস্থা যুদ্ধ বিমান তৈরি করেছে।
Advertisement
Advertisement



