ওয়াশিংটন, ১২ জুন– আমেরিকা যেন দাঁড়িয়ে আছে বন্দুকের স্তুপের ওপর। দু’দিন অন্তর বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেই চলেছে। এবার অকুৎস্থল মেরিল্যান্ড। এখানে এক প্রাইভেট পার্টিতে ঢুকে গুলিবর্ষণ শুরু করে এক বন্দুকবাজ। তাতে মৃত্যু হয় তিনজনের। মৃতদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। আহত অন্তত ৭।
আততায়ীকে চিনতেন আক্রান্তরা, এমনই দাবি পুলিশের। তবে ঠিক কী কারণে গুলি চলল, তা এখনও অজ্ঞাত। দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
আমেরিকার মেরিল্যান্ড থেকে ৩০ মাইল দূরের এলাকা অ্যানাপোলিস । সেখানকার প্যাডিংটন প্লেস নামে এক বাড়িতে রবিবার পার্টির আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন বিভিন্ন বয়সী পুরুষ, মহিলা। আচমকাই সেখানে ঢুকে গুলি চালাতে শুরু করে বন্দুকবাজ।
Advertisement
আমেরিকায় এ ধরনের তাণ্ডব বরাবরই চলছে। সেখানকার আগ্নেয়াস্ত্র আইনের কারণেই নাগরিকদের হাতে হাতে বিভিন্ন ধরনের বন্দুক। আর ছোটখাটো কারণে বন্দুক হামলা এবং মৃত্যু একেবারে নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেরিল্যান্ডের ঘটনাও তাতে আরেকটি সংযোজনমাত্র।
|
ReplyForward
|
Advertisement



