• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

অনুষ্কাকাতেই ঠেকলেন প্রভাস!

চেন্নাই: বাহুবলীর বহু আগে থেকেই তাদের সম্পর্ক নিয়ে তুমূল উত্তেজনায় ফুটছে তাদের ফ্যান ফলোয়াররা৷ সেই উত্তেজনা চরমে ওঠে বাহুবলীর সময়৷ দক্ষিণী তারকা অনুষ্কা শেট্টির আর প্রভাস৷ তাদেরকে জুটি হিসেবে পর্দার পেছনেও দেখতে চেয়ে বহু ফ্যান প্রকাশ্যেই বলে ফেলে এ কথা৷ কিন্ত্ত ফ্যানেদের সেই আবদারে বিরাম লাগিয়ে অনুষ্কা বা প্রভাস কেউই এগোতে চাননি৷ অন্যদিকে, শোনা গিয়েছিল

চেন্নাই: বাহুবলীর বহু আগে থেকেই তাদের সম্পর্ক নিয়ে তুমূল উত্তেজনায় ফুটছে তাদের ফ্যান ফলোয়াররা৷ সেই উত্তেজনা চরমে ওঠে বাহুবলীর সময়৷ দক্ষিণী তারকা অনুষ্কা শেট্টির আর প্রভাস৷ তাদেরকে জুটি হিসেবে পর্দার পেছনেও দেখতে চেয়ে বহু ফ্যান প্রকাশ্যেই বলে ফেলে এ কথা৷ কিন্ত্ত ফ্যানেদের সেই আবদারে বিরাম লাগিয়ে অনুষ্কা বা প্রভাস কেউই এগোতে চাননি৷
অন্যদিকে, শোনা গিয়েছিল ‘আদিপুরুষ’ ছবির শুটিংয়ের সময় থেকেই নাকি কৃতী স্যানোনের প্রেমে পডে়ছেন প্রভাস৷ তবে সম্প্রতি নিজেকে সিঙ্গল বলেই দাবি করেছেন কৃতী৷ এত কাণ্ডের মাঝে এবার হঠাৎই সোশাল মিডিয়ায় ভাইরাল হল প্রভাস ও অনুষ্কা বিয়ের ছবি৷ যা দেখে রীতিমতো হইচই পডে় গিয়েছে অনুরাগীদের মধ্যে৷ তাহলে কি গোপনে বিয়ে করে ফেললেন প্রভাস ও অনুষ্কা?তবে অনুরাগীদের সেই আশায় জল৷
জানা গেল আসলে এই বিয়েটা ঘটিয়েছে এআই ৷ এআই আসার পর থেকে ফ্যানেরা নানারকম এক্সপেরিমেন্ট করছেন তাঁদের প্রিয় নায়ক ও নায়িকাকে নিয়ে৷ এবার সেই তালিকাতেই উঠে এল অনুষ্কা ও প্রভাসের নাম৷ প্রভাস ও অনুষ্কা বিয়ের সাজে কেমন লাগবে, তা দেখার জন্য এআই-এর ব্যবহার৷ যা দেখে অনুরাগীরা কিন্ত্ত প্রশংসায় পঞ্চমুখ৷ এক সাংবাদিক বৈঠকে প্রভাসকে সাংবাদিকরা সোজাসুজি প্রশ্ন করেন বিয়ে নিয়ে৷ প্রভাস স্পষ্ট জানান, ‘যেখানেই যাই, সেখানেই আমাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়৷ আমার বেশ মজাই লাগে৷ এর থেকে বোঝা যায় অনুরাগীরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে ভালবাসেন৷ তাই অনুরাগীদের বলতে চাই৷ বিয়ে আমি খুব শীঘ্রই করছি৷ তবে এখন কিছু বলব না৷ ঠিক সময়েই ঘোষণা করব৷ আমি জানি এবার এটা নিয়েই জল্পনা শুরু হবে৷’