• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

গৌতম আদানি দুনিয়ার দু’নম্বর বড়লোক

দিল্লি, ১৬ সেপ্টেম্বর– ফের নিজের পালকে নয়া যোগ করলেন গৌতম আদানি। তাঁর সামনে শুধু এলন মাস্ক। বিশ্বের ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি । মাত্র কয়েকদিনের ব্যবধানে তিন থেকে দুইয়ে উঠে এলেন গৌতম আদানি। বছর কয়েক আগেও গৌতম আদানির নাম ভারতের বাইরে অনেকেই জানতেন না। কিন্তু ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেছেন। ধাপে ধাপে নিজের

দিল্লি, ১৬ সেপ্টেম্বর– ফের নিজের পালকে নয়া যোগ করলেন গৌতম আদানি। তাঁর সামনে শুধু এলন মাস্ক। বিশ্বের ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি । মাত্র কয়েকদিনের ব্যবধানে তিন থেকে দুইয়ে উঠে এলেন গৌতম আদানি।

বছর কয়েক আগেও গৌতম আদানির নাম ভারতের বাইরে অনেকেই জানতেন না। কিন্তু ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেছেন। ধাপে ধাপে নিজের লক্ষ্যে এগিয়ে গেছেন। আজ ফের একবার সাফল্যের স্বাদ পেলেন তিনি।

জেফ বোজেসকে টপকে তিনি ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন আদানি। গত কয়েক বছর ধরেই আদানি গ্রুপ নানা খাতে ব্যবসা ছড়িয়ে দিচ্ছিল। বাংলাতেও নিজেদের ব্যবসার প্রসারের কথা বলে গেছেন তিনি।

ফোবস রিয়েল টাইম বিলিয়নিয়ার্স তালিকায় বলা হয়েছে, আদানির সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ৩.৪৮ শতাংশ। বর্তমানে আদানি গ্রুপের চেয়ারম্যানের সম্পত্তির মোট সম্পত্তির পরিমাণ ১৫৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ১২.৩৭ লাখ কোটি টাকা।

ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানিকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেলেন তিনি। অগস্ট মাসেই তিনি টপকে গিয়েছিলেন বিশ্বের অন্যতম ধনী বিল গেটসকে। বিগত কয়েকদিনে গৌতম আদানির উত্থান চোখে পড়ার মতো।