নতুন করে গ্রুপ ডি-র শূন্যপদে নিয়োগ

Written by SNS February 12, 2023 3:05 pm

কলকাতা , ১২ ফেব্রুয়ারি — হাইকোর্টের নির্দেশে দুর্নীতি করে চাকরি পাওয়া গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিল এবং বেতন ফিরিয়ে দিতে বলা হয়েছে। এবার হাইকোর্টের পরামর্শ মতোই শূন্যপদে নিয়োগের জন্য গ্রুপ ডি-র ওয়েটিং লিস্টে থাকা ১৪৪৪ জন প্রার্থীর নাম প্রকাশ করল এসএসসি।

চাকরি বাতিলের পর সেই শূন্যপদ পূরণ করার জন্য শীঘ্রই নতুন ভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার ১৯১১ জনের চাকরি বাতিল করে দিয়ে জানিয়েছিলেন, অবিলম্বে যেন ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। তিনি আরও বলেন, এই চাকরি বাতিলের ফলে স্কুলগুলোর ওপর যেন কোনওভাবেই প্রভাব না পড়ে সেদিকে দেখতে হবে।

কমিশন গ্রুপ ডি-র ওয়েটিং লিস্টে থাকা ১৪৪৪ জন প্রার্থীর নাম প্রকাশ করে জানিয়েছে, এই তালিকা চূড়ান্ত নয়। সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে, প্রয়োজনে নামের তালিকা সংশোধন করা হতে পারে।

 নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। শিক্ষক থেকে গ্রুপ সি, গ্রুপ ডি— সব নিয়োগের ক্ষেত্রেই উঠেছে ভূরিভূরি অভিযোগ। একাধিক মামলা চলছে হাইকোর্টে। চলছে ইডি-সিবিআই তদন্তও।