ইস্টবেঙ্গলের ক্রিকেট দলের চিফ মেন্টর হলেন প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল।

Written by SNS October 3, 2023 11:55 am

ভারত:- পুজোর আগেই বড় চমক দি‌ল ইস্টবেঙ্গল ক্লাব। এবার শক্তিশালী দল গঠন করেছে লাল হলুদ ক্লাব। ময়দানের সফল কোচ আব্দুল মুনায়েমকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার দলের সাপোর্ট স্টাফ হিসেবে আরও বড় নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল ক্লাব। সূত্রের খবর, এই মরসুমে লাল হলুদের ক্রিকেট দলের চিফ মেন্টর হলেন প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল। গান্ধী জয়ন্তীর দিনে শহরের একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন চিফ মেন্টরের নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে ক্রিকেট দলের পরামর্শদাতা হিসেবে যুক্ত হলেন ঝুলন‌ গোস্মামী এবং রাজীব দত্ত। এখানেই শেষ ‌নয়। এই অনুষ্ঠানেই ঘোষিত হল নতুন স্পনসরের নাম। জানা গিয়েছে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হলো ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট টিমের স্পনসরের নাম। তিন মরসুমের জন্য টিমের স্পনসর হতে চলেছে বিখ্যাত শ্রাচি গ্ৰুপ। এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের নতুন মরসুমের ক্রিকেটারদের সঙ্গে সবার পরিচিতি করানো হয়। জানা গিয়েছে, দলের কোচ আব্দুল মুনায়েম ও মেন্টর সম্বরণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি’র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ বঙ্গ ক্রিকেটের আধিকারিকরা। সঙ্গে ছিলেন আইপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া। এই অনুষ্ঠান থেকেই সন্দীপ পাতিল ও ঝুলন গোস্মামীর নাম মেন্টর ও পরামর্শদাতা হিসেবে ঘোষিত হল।
ইস্টবেঙ্গল ক্রিকেট টিমের চিফ মেন্টর রূপে দেখা যেতে চলেছে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলকে। প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঝুলন ও চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রাজীব দত্ত ও টিমের পরামর্শদাতা রূপে থাকবেন। কয়েকদিন পরই শুরু ক্রিকেট বিশ্বকাপ। ২০১১ সালের ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ খেলতে নামছে মেন ইন ব্লু। কলকাতা শহরে এসে বিশ্বকাপ নিয়েও নিজের মতামত জানান পাতিল। সূত্রের খবর, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলে‌ন, ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট টিমের চিফ মেন্টরের ভূমিকায় কাজ করতে তিনি উদগ্রীব। সন্দীপ পাতিলকে উত্তরীয় পরিয়ে অনুষ্ঠানে বরণ করিয়ে নেওয়া হয়। হাতে তুলে দেওয়া হয় শতবর্ষ স্মারক। একইসঙ্গে ক্লাবের আজীবন সদস্যপদ তুলে দেওয়া হয় তাঁর হাতে। মরসুমের শুরুতেই কিন্ত বড় চমক দিলেন ‌লা‌ল হলুদ কর্তারা।