রিষড়ার রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনের ভয়াবহ অগ্নিকাণ্ড

হুগলি,৪এপ্রিল —দিল্লি রোডের ওপর রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনে মঙ্গলবার দুপুরে আচমকাই আগুন লাগে। প্রথমে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান স্থানীয়রা। সেই আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়তে থাকে। খবর দেওয়া হয় দমকলকে।পরপর দমকলের তিনটি ইঞ্জিন চলে আসে ঘটনাস্থলে। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। 

২ নম্বর জাতীয় সড়ক বা দিল্লি রোডের উপর রয়েছে এই সাবস্টেশন। বিস্তীর্ণ এলাকা জুড়ে সাবস্টেশন রয়েছে।দমকল সূত্রে খবর, যেখানে আগুন লেগেছে সেখানে অনেক জ্বালানি মজুত ছিল। সেখান থেকেই আগুন ছড়াতে থাকে। সেই কারণেই আগুনকে নিয়ন্ত্রণে আনা মুশকিল হয়ে যাচ্ছে। তবে আগুন যদি তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় তবে বিরাট বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। কারণ, এই সাব স্টেশন থেকেই বহু জায়গায় বিদ্যুৎ সরবরাহ হয়। তবে অগ্নিকাণ্ডের সঙ্গে সাম্প্রতিক সময়ে রিষড়াতে যে অশান্তির ঘটনা ঘটেছে তার কোনও সম্পর্ক নেই।