ডব্লিউবিসিএস-এ ভালো ফল করে চমক দিলেন চাষির মেয়ে

Written by SNS August 30, 2023 7:29 pm

দৌলতাবাদ, ৩০ আগস্ট – দৌলতাবাদের রুহিয়া গ্ৰামের মেয়ে রুকাইয়া সুলতানা। তাঁর বাবা চাষের কাজ করেন। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষায় ২৭ র‍্যাঙ্ক করে সবাইকে অবাক করে দিয়েছেন তিনি। 

বাবা রুহুল হোসেন চাষের কাজ করে সংসার চালান। মা আরজুমা খাতুন পার্শ্ব শিক্ষিকা। অভাবের সংসারে পড়াশোনাকেই আঁকড়ে ধরেছিলেন রুকাইয়া। যাই হোক, পড়াশোনা ছাড়বেন না, এমনই ছিল তাঁর জেদ। বহরমপুরের মহারানি কাশীশ্বরী গার্লস স্কুলের ছাত্রী ছিলেন রুকাইয়া। কৃষ্ণনাথ কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স নিয়ে বিএসসি পাশ করেন। এমএসসি পাশ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। অভাবের সংসারে টিউশন পড়িয়ে উপার্জন করেছেন। সেই টাকাতেই পড়াশোনা করেছেন রুকাইয়া সুলতানা। প্রথমবার ডব্লিউবিসিএস পরীক্ষায় বসেই নজরকাড়া সাফল্য পেলেন তিনি। মেরিট লিস্টে ২৭ নম্বরে নিজের নাম দেখে রীতিমতো উচ্ছ্বসিত। বললেন, “ভাবতেই পারছি না এত বড় পদে চাকরি করব।” ঘরের মেয়ের এমন সাফল্যে খুশির বাঁধ ভেঙেছে দৌলতাবাদের রুহিয়া গ্ৰামে। ঘরের মেয়ের সাফল্যে গর্বিত গোটা গ্রাম।