• facebook
  • twitter
Monday, 16 September, 2024

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক , কারণ অজানা

অজানা কারণে বিশ্বজুড়ে ডাউন ফেসবুক , বন্ধ ইন্সটাগ্রামও ।

ফেসবুক

দিল্লি ,১৪ মার্চ- বুধবার মধ্যরাতে আচমকাই ডুন হয়ে গেল ফেসবুক , যার জেরে বিশ্বের বিভিন্ন স্থানে বহু ব্যবহারকারী সমস্যার মুখে পড়েছেন। একই ঘটনা ঘটেছে ইন্সটাগ্রামের ক্ষেত্রেও। ফেসবুক এবং ইন্সটাগ্রাম ওপেন হলেও সেখানে নতুন কিছু পোস্ট করা যাচ্ছে না। এমনকি মেসেজ ও করা যাচ্ছে না বলে বহু ব্যবহারকারী অভিযোগ করেছেন। অনেক ফেসবুক ব্যবহারকারী মেসেঞ্জারের মোবাইল অ্যাপ কাজ করলেও তা ডেস্কটপে অকেজো হয়ে গিয়েছে। এর থেকেও খারাপ অবস্থা ইন্সটাগ্রামের। সেখানে প্রায় কিছুই করা যাচ্ছে না বলে খবর। ফেসবুকের বিজ্ঞাপনের ক্ষেত্রেও নানা সমস্যা দেখা যাচ্ছে।

ভারত ছাড়াও মার্কিন যুক্ত রাষ্ট্রের কোনও কোনও প্রদেশ , ব্রিটেন, লাতিন আমেরিকা এবং ফিলিপিন্‌স্‌ থেকে অধিকাংশ ফেসবুক এবং ইন্সটাগ্রাম ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছে। যদিও এর কারণ সম্পর্কে ফেসবুকের তরফে এখনো কিছু জানানো হয়েনি।