• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গরু পাচার মামলায় শুক্রবার অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি 

কলকাতা: ২ মার্চ ,২০২৩ —  গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেল ইডি। শুক্রবারই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মামলার শুনানি ছিল। বিচারপতি প্রশ্ন করেন, এখনও কেন অনুব্রতকে দিল্লিতে নিয়ে এসে জেরা করা হয়নি? কীসের বাধ্যবাধকতা রয়েছে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়, দিল্লি যাতে না যেতে

কলকাতা: ২ মার্চ ,২০২৩ —  গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেল ইডি। শুক্রবারই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মামলার শুনানি ছিল। বিচারপতি প্রশ্ন করেন, এখনও কেন অনুব্রতকে দিল্লিতে নিয়ে এসে জেরা করা হয়নি? কীসের বাধ্যবাধকতা রয়েছে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়, দিল্লি যাতে না যেতে হয় সেজন্য দিল্লি হাইকোর্টে মামলা করেন অনুব্রত। সেই মামলা বিচারাধীন। বিচারপতি প্রশ্ন করেন, সেই মামলায় তো কোনও রায় বেরোয়নি, দিল্লি হাইকোর্টে কোনও স্থগিতাদেশও দেয়নি। অনুব্রতকে দিল্লি নিয়ে আসা যেতেই পারে। কোনও বাধা থাকতে পারে না। অনুব্রত মন্ডল আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছেন। রাউস অ্যাভিনিউ কোর্টের পর্যবেক্ষণের পরই আসানসোল বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয় ইডি। বৃহস্পতিবার আদালত নির্দেশ দেয়, অনুব্রতকে দিল্লি নিয়ে যেওয়া যেতে পারে। ইতিমধ্যেই এই মামলায় দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়েছে এনামুল হক ও অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে। আপাতত তারা তিহাড় জেলে বন্দি।শুক্রবার অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেবে ইডি।

Advertisement

Advertisement