সমুদ্রের গভীরে ভূমিকম্প । সোমবার সকালে বঙ্গোপসাগরের গভীরে কম্পন টের পাওয়া গেছে।সিসমোগ্রাফ যন্ত্রে কম্পনের তীব্রতা ধরা পড়েছে ৫.১।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে। সমুদ্রগর্ভে ছড়িয়ে পড়া কম্পনের তীব্রতা অনুভব করা গেছে অন্যান্য জায়গাতেও। অরুণাচলে কম্পন টের পাওয়া গেছে। এদিকে বাংলাদেশের ঢাকা সহ কয়েকটি এলাকায় কম্পন বোঝা গেছে। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরের যেখানে ভূমিকম্প হয়েছে, সেখান থেকে পুরী ও ভূবনেশ্বরের দূরত্ব প্রায় ৪২১ কিলোমিটার ও ৪৩৪ কিলোমিটার।
এর আগে আন্দামানে সমুদ্রগর্ভে তীব্র ভূমিকম্প হয়েছিল। আন্দামান-সুমাত্রা অঞ্চলে মাটি ও সমুদ্রের নীচের ভূস্তর কতটা অস্থির হয়ে রয়েছে, লাগাতার কম্পনই তার ইঙ্গিত দিয়েছিল বলে জানিয়েছিলেন ভূপদার্থবিজ্ঞানীরা। সমুদ্রের গভীরে কেন ভূমিকম্প হয় সে নিয়ে গবেষণা চলছে।