দীর্ঘদিন ফুটব্রিজ বন্ধ থাকায় বিক্ষোভে উত্তাল শেওড়াফুলির নিত্যযাত্রীরা

Written by SNS January 6, 2023 5:05 pm

হুগলী ,৬ জানুয়ারী — শেওড়াফুলি স্টেশনে দীর্ঘদিন ফুটব্রিজ বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে রেললাইন।যাত্রীদের টিকিট কাউন্টার নিয়েও রয়েছে সমস্যা। শুক্রবার সকালে শেওড়াফুলি স্টেশন চত্বরে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা । সমস্যা নিয়ে সরব হয়েছিল তৃণমূলের জয়হিন্দ বাহিনীও। স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন জমা দেওয়া। টিকিট কাউন্টার, ফুটব্রিজ ছাড়াও বেশ কয়েকটি দাবি রয়েছে সকলের।

 শেওড়াফুলি স্টেশনে ১, ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৬নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী ফুটওভার ব্রিজ দীর্ঘদিন ধরে বন্ধ। যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। ট্রেন ধরতে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করতে হচ্ছে। শুধু তাই নয়, সময়মত খোলা থাকছে না ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে থাকা লোকাল টিকিট কাউন্টার। বিক্ষোভকারীদের দাবি, যদি দ্রুত সমস্যার সমাধান না হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

শেওড়াফুলি স্টেশন মাস্টারের দাবি, ব্রিজের অবস্থা খুবই খারাপ ছিল। যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারত। কাজ শুরু হয়েছে। তাই সবদিক বজায় রেখে সমস্যা মেটাতে সময় লাগছে।