• facebook
  • twitter
Friday, 13 December, 2024

প্রস্রাব কাণ্ডে এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখের জরিমানা

দিল্লি, ২০ জানুয়ারি– প্রস্রাব কাণ্ডে নয়া মোড়। ৩০ লাখের জরিমানার মুখে এয়ার ইন্ডিয়া। বিমানের মধ্যে মত্ত অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত শঙ্কর মিশ্র। সেই ঘটনায় উঠেছিল গাফিলতির অভিযোগও। এবার সেই ঘটনাতেই এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখের জরিমানা করল কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ামক সংস্থা (ডিজিসিএ)। সঙ্গে ওই বিমানের পাইলটের লাইসেন্সও সাসপেন্ড করা হয়েছে

দিল্লি, ২০ জানুয়ারি– প্রস্রাব কাণ্ডে নয়া মোড়। ৩০ লাখের জরিমানার মুখে এয়ার ইন্ডিয়া। বিমানের মধ্যে মত্ত অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত শঙ্কর মিশ্র। সেই ঘটনায় উঠেছিল গাফিলতির অভিযোগও। এবার সেই ঘটনাতেই এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখের জরিমানা করল কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ামক সংস্থা (ডিজিসিএ)। সঙ্গে ওই বিমানের পাইলটের লাইসেন্সও সাসপেন্ড করা হয়েছে ৩ মাসের জন্য।

গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্রের বিরুদ্ধে। ঘটনার অভ্যন্তরীণ তদন্ত করেছে ডিজিসিএ। জানা গেছে, ওই ঘটনায় এয়ারক্রাফট আইনের আওতায় দোষী সাব্যস্ত হয়েছেন ওই বিমানের পাইলট-ইন-কমান্ড। সেই কারণে তাঁর লাইসেন্স সাময়িক সাসপেন্ড করল ডিজিসিএ।

এদিকে, চারমাসের জন্য শঙ্কর মিশ্রকে ব্যান করেছে এয়ার ইন্ডিয়া। অর্থাৎ আগামী চার মাস এয়ার ইন্ডিয়ার কোনও বিমানে উঠতে পারবেন না তিনি। এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন, শঙ্করের আইনজীবীরা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ডিজিসিএ-র কাছে আবেদন করেছেন তাঁরা।