• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ, পুলিশকর্মীদের বেধড়ক মার কালিয়াগঞ্জে!

উত্তর দিনাজপুর,২৬ এপ্রিল — ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ।রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ ঘিরে উত্তেজনায় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। আগুন ধরিয়ে দেওয়া হল থানায়। বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে স্থানীয় একটি বাড়িতে এসে আশ্রয় নেন পুলিশকর্মীরা। বাড়িতে থাকা খাটের তলায় ঢুকে ভয়ে সিঁটিয়ে রয়েছেন পুলিশকর্মীরা। তাঁদের উপর বেধড়ক লাঠি চালাচ্ছে উন্মত্ত জনতা। মারের চোটে ঠোঁট ফেটে রক্ত গড়াল। কোনও পুলিশকর্মীর

উত্তর দিনাজপুর,২৬ এপ্রিল — ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ।রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ ঘিরে উত্তেজনায় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। আগুন ধরিয়ে দেওয়া হল থানায়।

বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে স্থানীয় একটি বাড়িতে এসে আশ্রয় নেন পুলিশকর্মীরা। বাড়িতে থাকা খাটের তলায় ঢুকে ভয়ে সিঁটিয়ে রয়েছেন পুলিশকর্মীরা। তাঁদের উপর বেধড়ক লাঠি চালাচ্ছে উন্মত্ত জনতা। মারের চোটে ঠোঁট ফেটে রক্ত গড়াল। কোনও পুলিশকর্মীর মাথার হেলমেট গেল ভেঙে। তবু মারধর থামেনি।এই ঘটনায় বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। এমনই ঘটনার সাক্ষী হল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। 

কিছুদিন আগে একই ঘটনায় উত্তপ্ত হয়েছিলো কালিয়াগঞ্জ । দোষীদের শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছিল কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য সড়ক। মৃতদেহ নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। সেই একই ঘটনাকে কেন্দ্র করে পুনরায় রাজবংশী ও অধিবাসীদের বিক্ষোভে উত্তেজনা কালিয়াগঞ্জে।পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। আগুন ধরিয়ে দেওয়া হয় থানায়।বাড়িতে ঢুকে পুলিশকে মারধর করা হল    

Advertisement

Advertisement