৪ বছরের ছোট শিশুদের জন্য কফ সিরাপ নিষিদ্ধ

Written by Sunita Das December 21, 2023 5:30 pm

দিল্লি, ২১ ডিসেম্বর– চার বছরের কম বয়সী শিশুদের জন্য কফ সিরাপের ব্যবহার নিষিদ্ধ করে দিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা শুধু নিষিদ্ধই নয় ওষুধগুলোর গায়ে সতর্কতা লেবেল লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে৷
উল্লেখ্য, কফ সিরাপ খেয়ে বিশ্বব্যাপী ১৪১ শিশুর মৃতু্যর পর এই আদেশ জারি করল ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা৷ ‘কাশি ও সর্দি বিরোধী ওষুধের সংমিশ্রণ’ বা ‘অ্যান্টি-কোল্ড ড্রাগ ফর্মুলেশন’ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে বলেছে কর্তৃপক্ষ৷ ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, শিশুদের মধ্যে অননুমোদিত ‘অ্যান্টি-কোল্ড ড্রাগ ফর্মুলেশন’ ব্যবহারের বিরুদ্ধে সতর্কতা দরকার৷ তাই একটি আলোচনার মাধ্যমে সঠিক বয়সের আগে সংমিশ্রণটি ব্যবহার করতে মানা করা হচ্ছে৷ কম দামে জীবনদায়ী ওষুধ সরবরাহের কারণে ভারতকে ‘বিশ্বের ফার্মেসি’ বলা হয়৷ যদিও ছোটদের ওষুধের ক্ষেত্রে অভিযোগ উঠেছে গত কয়েক বছরে৷
২০১৯ সাল থেকে শিশু মৃতু্যর পরপর এই আদেশ জারি করল ভারতীয় কর্তৃপক্ষ৷ কফ সিরাপ পান করে গাম্বিয়া, উজবেকিস্তান এবং ক্যামেরুনে গত বছরের মাঝামাঝি থেকে কমপক্ষে ১৪১ জন মারা গেছে৷ কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দেশে ঘরোয়াভাবে তৈরি কাশির সিরাপ খেয়ে ২০১৯ সালে মৃতু্য হয়েছিল কমপক্ষে ১২ জন শিশুর৷ বিষক্রিয়ায় শারীরিকভাবে বিকলঙ্গ হয়ে পডে় ৪ শিশু৷