শীতে বাড়বে করোনা, টিকা নেওয়ার ঝোঁক রাজ্যে

কলকাতা, ২৬ ডিসেম্বর– রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রবিবার এবং বড়দিন সব মিলিয়ে শীতের প্রধান উৎসবের দিনটিতে রাজ্যে করোনা টিকা নেওয়ার হার তিনগুন বৃদ্ধি পেয়েছে। যদিও সংখ্যায় তা খুব বড় কিছু নয়। এই শীতে করোনার সক্রমণ বাড়তে পারে, কেন্দ্র ও রাজ্য সরকার সতর্ক করেছে নাগরিকদের। করোনা বিধি অনুসরণের পাশাপাশি টিকা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গতকাল তিন হাজার মানুষ টিকা নিয়েছেন। এর আগে দিনে গড়ে এক হাজার মানুষের টিকাকরণ হচ্ছিল।

নতুন করে করোনা থাবা বসাতে পারে জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া দেশবাসীকে কোভিড বিধি অনুসরণের পাশাপাশি বলেছেন যারা টিকা নেননি, এখনই নিয়ে নিতে। বুস্টার ডোজও নিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।