মণিপুর হাই কোর্টের ‘বিতর্কিত’ বিচারপতি কলকাতা হাই কোর্টে

কলকাতা, ১১ অক্টোবর –  মণিপুর হাই কোর্টের ‘বিতর্কিত’ বিচারপতি এম ভি মুরলীধরনকে বদলি করা হল কলকাতা হাই কোর্টে। বুধবার এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। বিচারপতি মুরলীধরনের রায় ঘিরে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে।  পরবর্তী সময় তাঁর রায়ের সমালোচনা করে সুপ্রিম কোর্ট।

সূত্রের খবর, এম ভি মুরলীধরন চেয়েছিলেন তাঁকে মাদ্রাজ হাই কোর্টে বদলি করা হোক। কিন্তু কলেজিয়ামে তাঁর আর্জি মঞ্জুর হয়নি। তাঁকে বদলি করা হল কলকাতা হাই কোর্টে। অন্যদিকে দিল্লি হাই কোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুলকে মণিপুর হাই কোর্টে বদলি করা হয়েছে। 
 
 গত এপ্রিল মাসে রাজ্য সরকারকে মেইতেইদের দাবি খতিয়ে দেখার নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি এম ভি মুরলীধরণ। এর ফলে, কুকি-ঝাোমি ও টাংখুল নাগাদের মতো রাজ্যের সংখ্যালঘু আদিবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। এর পরই অশান্তির আগুন ছড়ায় উত্তর পূর্বের রাজ্যে। পরে বিচারপতির রায়ের সমালোচনা করে সুপ্রিম কোর্ট। বলা হয়, রায়ে তথ্যগত ভুল ছিল। এবার মণিপুর আদালতের সেই বিচারপতি বদলি হয়ে এলেন কলকাতা হাই কোর্টে।