মোদির ‘অপমানের’ ফল ভোটবাক্সে গুনবে কংগ্রেস : সমীক্ষা

Written by SNS November 27, 2022 3:10 pm

দিল্লি, ২৭ নভেম্বর — প্রতিটি সভায় প্রধানমন্ত্রী বলছেন, কংগ্রেস আমার পারিবারিক মর্যাদা নিয়ে প্রশ্ন তুলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের ভোটের প্রচারে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে রাজ্যবাসীর সহানুভূতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সাধারণ মানুষকে বলছেন, পদে পদে আমাকে অসম্মান, অপমান করছে। আমি সাধারণ পরিবারের মানুষ। এটাই কি আমার অপরাধ!

মোদির এই প্রচারে কি সুফল মিলবে ভোটের বাক্সে? একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের সদ্য করা সমীক্ষা রিপোর্ট বলছে, ৫৩ শতাংশ গুজরাতবাসী বলেছেন, প্রধানমন্ত্রীর মান-মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা মোটেই সঠিক কাজ হয়নি। ভোটের বাক্সে এর প্রতিক্রিয়া পড়বে।

তবে ৪৭ শতাংশ মানুষ আবার সেই সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। যদিও ভোট বিশেষজ্ঞরা বলছেন, যে ৫৩ শতাংশ মানুষ কংগ্রেসের সমালোচনায় বিরক্ত বোধ করছেন তারা বিজেপির পক্ষে ভোট দিলে নির্বাচনী ফলাফলে বড় ধরনের ফারাক তৈরি হবে। বিজেপি গতবারের থেকে বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে।