সিকিমে বিজেপি বিরোধী জোটের তৎপরতা শুরু করল কংগ্রেস

Written by SNS April 12, 2023 9:21 pm
কলকাতা, ১২ এপ্রিল – দিল্লির পর এবার সিকিমেও বিজেপি বিরোধী জোট গড়ে তোলার উদ্যোগ শুরু হল। বিধানসভা ভোটে ঐক্য গড়ে তুলতে সিকিমে বিজেপি বিরোধী জোটের তৎপরতা শুরু করল কংগ্রেস। সেই লক্ষ্যে মঙ্গলবার গ্যাংটকে হামরো সিকিম পার্টির প্রধান তথা জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়ার সঙ্গে বৈঠক করেন এআইসিসির সম্পাদক রণজিৎ মুখোপাধ্যায়। সিকিম প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল ছেত্রী-সহ আরও কয়েকজন নেতা ওই বৈঠকে অংশ নিতে হাজির হন ।
২০২৪ সালে লোকসভা নির্বাচনের সঙ্গেই সিকিমে বিধানসভা ভোট হওয়ার কথা। বর্তমানে সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং ওরফে পিএস গোলে। আগামী নির্বাচনে ভাইচুংয়ের দলের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে সরাসরি কিছু বলেননি রণজিৎ। তাঁর মন্তব্য, ‘‘বিজেপির মদতে সিকিমে অবাধে দুর্নীতি করছেন  মুখ্যমন্ত্রী গোলে। এমনকি, এই সরকারের আমলে সিকিমের ঐতিহ্যবিরোধী রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাও ঘটে চলেছে। কংগ্রেস এবং হামরো সিকিম পার্টি, ২ দলের নেতারাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।’’ তিনি জানান, আগামী দিনে বিষয়টি নিয়ে ঐক্যবদ্ধ প্রতিবাদের বিষয়ে মঙ্গলবারের বৈঠকে ভাইচুংয়ের সঙ্গে তাঁর কথা হয়।

প্রসঙ্গত, তৃণমূলের টিকিটে ২০১৪ সালের লোকসভা ভোটে দার্জিলিং কেন্দ্রে হেরেছিলেন ভাইচুং। এর পর ২০১৬ সালের বিধানসভা ভোটেও  শিলিগুড়ি থেকে জোড়াফুল চিহ্নে পরাজিত হন। ২০১৮ সালে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। ওই বছরই এপ্রিলে নতুন দল হামরো সিকিম পার্টি গড়ার কথা ঘোষণা করেন। ২০১৯ সালের বিধানসভা ভোটে সিকিমের ২৩ আসনে লড়ে একটিতেও জিতে পারেনি ভাইচুংয়ের দল। প্রাক্তন জাতীয় ফুটবল অধিনায়ক গ্যাংটক এবং তুমেন-লিঞ্জি কেন্দ্রে লড়ে ২ জায়গাতেই হেরে যান।