শিবের বিরুদ্ধে হনুমান, মধ্যপ্রদেশে কংগ্রেসের বাজি বিক্রম মাস্তালে

Written by Sunita Das October 15, 2023 6:58 pm

ভোপাল, ১৫ অক্টোবর–  লোকসভা ভোট দোরগোড়ায় দাড়িয়ে৷ এই ভোট নিয়ে বেজায় শোরগোল মধ্যপ্রদেশে৷ শনিবারই প্রথম দফার প্রার্থী যে তালিকা ঘোষণা করেছে কংগ্রেস তাতে ‘হনুমানের’ নাম৷ হনুমান মানে টিভিতে আনন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’-এর হনুমান চরিত্রের অভিনেতা বিক্রম মস্তালের নাম৷
এই নাম গুরুত্বপূর্ণ কারণ তাঁকে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে৷ জানা যাচ্ছে, বুধনি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন শিবরাজ৷ বুধনি শিবরাজের ‘দুর্গ’৷ আর সেখানে তাঁর বিরুদ্ধে হাত শিবিরের মনোনয় পেলেন বিক্রম৷ এই বছরের জুলাইয়েই তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন৷ তাঁর যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ৷ গতবার তিনি এখানে জিতেছিলেন ৫৮ হাজার ৯৯৯ ভোটে৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা অরুণ যাদবের মতো প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন তিনি৷
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ২৩০ আসনের মধ্যে প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে হাত শিবির৷ কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ কমল নাথ প্রত্যাশিতভাবেই লড়বেন ছিন্দওয়াড়া থেকে৷ রাজ্যের আর এক প্রভাবশালী নেতা দিগ্বিজয় সিং নিজের প্রার্থী হননি৷ তবে তাঁর ভাই এবং ছেলে দু’জনেই টিকিট পেয়েছেন৷ রাজ্যের আরেক প্রভাবশালী নেতা জিতু পাটওয়ারিকে রাউ কেন্দ্র থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে হাত শিবির৷
তালিকায় থাকা প্রার্থীদের মধ্যে ৬৫ শতাংশেরই বয়স পঞ্চাশের নিচে৷ তাঁদের মধ্যে ৩৯ জন ওবিসি, ৩০ জন তফসিলি জাতি ও ২২ জন তফসিলি উপজাতির প্রতিনিধি৷ রয়েছেন একজন মুসলিম ও ১৯ জন মহিলা প্রার্থী৷ এদিকে বিজেপিও ২৩০ জনের মধ্যে ১৩৬ জনের নাম ঘোষণা করেছে৷