টেট প্রার্থীদের ভবিষৎত নিয়ে চিন্তিত বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন পরীক্ষার্থীদের  প্রাপ্ত নম্বর প্রকাশ করুক পর্ষদ

কলকাতা,১ নভেম্বর — টেট দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ভর্ৎসনা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তিনি আরো বলেছেন ভুল জালং পর্ষদের তখন তার সমাধান ওনাদেরকেই করতে হবে। ২০১৪ ও ২০১৭ টেট পরীক্ষার্থীদের ভবিষৎত নিয়ে শিক্ষা পর্ষদ এত দুর্নীতি করেছে, যে পরীক্ষা দিয়েও  শংসাপত্র পাননি অনেকই! অনেকে নিজের প্রাপ্ত নম্বরও জানেন না।প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে তাই সমস্যায় পড়ছেন চাকরিপ্রার্থীরা। সেই সমস্যার কথা মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তোলেন চাকরিপ্রার্থীদের আইনজীবী।চাকরিপ্রার্থীদের এই সমস্যার কথা স্বীকার করে নেন পর্ষদের আইনজীবী।বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন প্রার্থীদের প্রাপ্ত নম্বর কীভাবে প্রকাশ করা যায় তা দেখুক পর্ষদ ।পর্ষদের আইনজীবীকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আজই বিকেলের মধ্যে পর্ষদের চেয়ারম্যানকে নিয়ে চাকরিপ্রার্থীদের আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসুন। এই সমস্যার সমাধান করুন।