অনুব্রত মন্ডলের দিল্লি যাত্রা নিয়ে জটিলতা আপাতত কাটল

Written by SNS March 6, 2023 2:25 pm

anubrata mondal

 

আসানসোল: ৬ মার্চ, ২০২৩ — অনুব্রত মন্ডলের দিল্লি যাত্রা নিয়ে জটিলতা আপাতত কাটল। আসানসোল আদালত স্পষ্ট করে দিয়েছে , অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করানো পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে জেল কর্তৃপক্ষ। আসানসোল পুলিশকে তার নিরাপত্তার জন্য বাহিনী মোতায়েন করতে হবে। শারীরিক পরীক্ষার নিরীক্ষার পর অনুব্রত মণ্ডলকে ইডি-র হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ মেডিক্যাল করানোর আগে পর্যন্ত যাবতীয় দায়িত্ব থাকবে জেল কর্তৃপক্ষের। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে আসানসোল পুলিশকে।

ডি না আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট— অনুব্রতকে কে দিল্লি নিয়ে যাবে এই নিয়ে শনিবার হাই কোর্টের নির্দেশের পরেও সংশয় তৈরি হয়। এর পর সোমবার আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ লিখিত আকারে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের কাছে স্পষ্ট নির্দেশের জন্য আবেদন করেন। সেই আবেদনের উত্তরে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন, আসানসোল জেল কর্তৃপক্ষ অনুব্রতকে কলকাতা নিয়ে যাবেন এবং তাঁকে নিরাপত্তা দেবে আসানসোল পুলিশ। সেখানে কেন্দ্রীয় সরকারের অধীন একটি হাসপাতালে চিকিৎসা করিয়ে ‘ফিট সার্টিফিকেট’ নেওয়ার পর অনুব্রতকে হাসপাতালেই ইডির হাতে তুলে দেওয়া হবে। এর পর ইডি অনুব্রতকে বিমানে দিল্লি নিয়ে যাবে। জেল কর্তৃপক্ষ ইমেল এবং ফোনের মাধ্যমে আসানসোল পুলিশ এবং ইডি আধিকারিককে সব তথ্য জানিয়ে দেবেন। অনুব্রতের আইনজীবী সোমনাথ চট্টরাজ জানিয়েছেন, যথাসম্ভব দ্রুত ওই প্রক্রিয়া পালনের জন্য নির্দেশ দেন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক।