শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব, থানায় অভিযোগ 

কলকাতা, ১১ মার্চ —  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব পাস্ হল বিধানসভায়। শুভেন্দুর ‘জেলে ঢোকাব’ মন্তব্যের বিরুদ্ধে  স্বাধিকারভঙ্গের নোটিস জমা দিয়েছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।অধ্যক্ষ  বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবটি অনুমোদন করে তা আলোচনা এবং তদন্তের জন্য স্বাধিকারভঙ্গের কমিটির কাছে পাঠিয়ে দিয়েছেন। বিরোধী দলনেতার দায়িত্ব পাওয়ার পর এই নিয়ে শুভেন্দু বিরুদ্ধে সপ্তম বার স্বাধিকারভঙ্গের নোটিস আনা হল বিধানসভায়। শুধু বিধানসভাতে স্বাধিকারভঙ্গের নোটিস দিয়েই ক্ষান্ত হননি নৈহাটির বিধায়ক পার্থ। পাশাপাশি, কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানাতেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
 পার্থ বলেছেন, ‘‘শুক্রবার বিধানসভার অধিবেশনের যে ভাবে বিরোধী দলনেতা আমাকে হুমকি দিয়েছেন, তাতে আমি নিরাপত্তার অভাব বোধ করছি। বিধানসভায় স্বাধিকারভঙ্গের নোটিস আনার পাশাপাশি পুলিশেও অভিযোগ দায়ের করেছি।’’