কলকাতা , ২১ জুন – একাধারে সাহিত্যিক ও সাংবাদিক গৌরকিশোর ঘোষের জন্ম শতবর্ষের যাত্রা শেষ হল। শতবর্ষ পেরিয়েও তাঁর জীবন দর্শন, তাঁর দূরদর্শিতা আজও কতটা প্রাসঙ্গিক তার সাক্ষী থাকল এই প্রজন্মের তাঁর অনুরাগী ও পাঠকেরা। বাঙালির আধুনিক চিন্তা ভাবনার অন্যতম পথিকৃৎ ছিলেন গৌরকিশোর। ২০ জুন বিড়লা সভাঘরে গৌরকিশোর ঘোষের জন্ম শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী, শিলং টাইমস-এর সম্পাদক প্যাট্রিসিয়া মুখিম , ছিলেন সাংবাদিক সেমন্তী ঘোষ। আয়োজক ছিল ‘গৌরকিশোর ঘোষ জন্ম শতবর্ষ উদ্যাপন কমিটি’ . বিশিষ্ট বক্তাদের আলোচনায় শ্রোতারা অনুভব করলেন আজও গৌরকিশোরের প্রাসঙ্গিকতা ।