বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেটের ঘোষণা চিনের

Written by Sunita Das November 15, 2023 7:11 pm

বেইজিং, ১৫ নভেম্বর– দ্রুতগতির ইন্টারনেট চালু করার ঘোষণা দিয়েছে চিন৷ জুলাই থেকে কার্যকর হওয়া দেশটির ইন্টারনেট প্রতি সেকেন্ডে ১ দশমিক ২ টেরাবাইট ডাটা প্রেরণ করতে পারবে বলে দাবি করা হয়েছে৷ এর আগে যুক্তরাষ্ট্রের পঞ্চম জেনারেশনের ইন্টারনেট সেকেন্ডে ৪০০ গিগাবাইট ডাটা পাঠাতে পারত৷ চীনের আগে এটিই ছিল সবচেয়ে বেশি গতির ডাটা৷ খবর এনডিটিভির৷
চীনের সিংহুয়া ইউনিভার্সিটি, হুয়াওয়ে টেকনোলোজি এবং সারনেট কর্পোরেশন এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে৷ সোমবার (১৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক এই ইন্টারেনেট সফলভাবে কার্যকর হবার ঘোষণা দেওয়া হয়৷
বর্তমানে চীনের বেইজিং, উহান, গুয়াংজুর ৩ হাজার কিলোমিটার জায়গা জুড়ে ইন্টারনেটটি সেকেন্ডে ১ হাজার ২০০ (১ দশমিক ২ টেরাবাইট) ডাটা প্রেরণ করে যাচ্ছে৷ নতুন মাত্রার এই ইন্টারনেটটি সারা দেশে ছড়িয়ে দিতে দশ বছর মেয়াদে কাজ করে যাচ্ছে প্রকল্পে জড়িত প্রতিষ্ঠানগুলো৷
নতুন এই নেটওয়ার্কের গতির দ্রুততা বুঝাতে হুয়াওয়ের ভাইস প্রেসিডেন্ট ওয়াং লেই বলেন, এটি এক সেকেন্ডে ১৫০টি হাই ডেফিনিশন ফিল্মের সমান ডাটা পাঠাতে পারে৷
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর যেকোনো শক্তিশালী ইন্টারনেট নেটওয়ার্কের চেয়ে ১০ গুণ দ্রুত কাজ করতে পারে নতুন এই ইন্টারনেট নেটওয়ার্ক৷ চীনের সর্বশেষ এই ইন্টারনেট নেটওয়ার্ক সংযোজন পৃথিবীব্যাপী ডাটা আদান প্রদানে নতুন আশা জাগিয়েছে৷