শিশু অধিকার সুরক্ষা কমিশনের নতুন চেয়ারপার্সন সুদেষ্ণা রায়

কলকাতা, ১৬ সেপ্টেম্বর–সুদেষ্ণা রায় ইনি একজন ভারতীয় সিনেমা পরিচালক হওয়ার সাথে সাথে একজন সফল অভিনেত্রী ও একজন লেখিকা।বর্তমানে তিনি  শিশু অধিকার সুরক্ষা কমিশনের নতুন চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন । তিনি বর্তমানে কমিশনের বিশেষ পরামর্শদাতা। আজ শুক্রবার থেকে চেয়ারপার্সনের দায়িত্বভার সামলাবেন সুদেষ্ণা। 

ফিল্ম জগতে আসার আগে তিনি নিজের ক্যরিয়ার শুরু করেছিলেন একজন এন্টারটেইনমেন্ট সাংবাদিক হিসাবে। সেখান থেকে  চলচ্চিত্র, টেলিভিশনে অভিনয় এবং পরিচালনা-সহ বহুমুখী প্রতিভার অধিকারী সুদেষ্ণা কমিশনের সদস্য থাকাকালে শিশুদের উপর যৌন নির্যাতন,শিশুদের অধিকার  সংক্রান্ত অভিযোগগুলি নিষ্পত্তির কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেছেন। পকসো আইনের দুর্বলতার দিকগুলি চিহ্নিত করা, এই আইনের আধারে আদালত চালু করার বিষয়ে তাঁর তৎপরতা ছিল লক্ষণীয়।