নির্বাচনী বন্ডে জনতার অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে নেতিবাচক জবাব কেন্দ্রের

Written by Sunita Das October 30, 2023 4:22 pm

দিল্লি, ৩০ অক্টোবর– নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলার শুনানি শুরু হতে চলেছে সাংবিধানিক বেঞ্চে৷ এরই মাঝে কেন্দ্রের তরফ থেকে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমনি রবিবার শীর্ষ আদালতকে বললেন, ‘নির্বাচনী বন্ডের টাকা কোথা থেকে আসছে, তা জানার অধিকার আম নাগরিককে দেয়নি সংবিধান৷’
অর্থাৎ ঘুরিয়ে তিনি নির্বাচনি বন্ডে জনতার প্রবেশ না জানিয়ে দিলেন৷ সঙ্গে শীর্ষ আদালতকে এও জানিয়ে দিলেন যেন তারা যাতে এই মামলায় না এগোয়৷
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে অন্তত ১ শতাংশ ভোট পাওয়া রাজনৈতিক দলই বন্ডের মাধ্যমে অনুদান পাওয়ার যোগ্য৷
২০২১ সালে পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা নির্বাচেনর আগে নির্বাচনী বন্ডের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতে৷ মামলাকারীদের অভিযোগ ছিল, রাজনৈতিক দলগুলির অবৈধ এবং বিদেশ থেকে এই বন্ডের মাধ্যমে টাকা পেতে পারে এবং এতে গণতন্ত্র ধ্বংস হবে৷ এর আগে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূডে়র নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই মামলায় পর্যবেক্ষণ দিয়েছিলেন, এই মামলাটির গুরুত্ব বিবেচনা করে আমরা মনে করছি যে বৃহত্তর বেঞ্চেরই এই নিয়ে চূড়ান্ত রায় দেওয়া উচিত৷ সেই মতো ফের ৩১ অক্টোবর থেকে শুরু হবে এই মামলার শুনানি৷ ৩১ অক্টোবর মামলার শুনানি শেষ না হলে ১ নভেম্বরও মামলাটি শোনা হবে৷
কিন্তু তার আগেই সুপ্রিম কোর্টকে এই ইসু্য থেকে দূরে থাকতে বলল কেন্দ্র৷ উল্লেখ্য, ২০১৮ সালে নির্বাচনী বন্ডের স্কিম আনা হয়৷ তার পর থেকে কোনও বাধা ছাড়াই বন্ড বিক্রি করা হচ্ছে৷ এই আবহে এর আগে এই বন্ড বিক্রির ওপর স্থগিতাদেশ জারি করতে চায়নি সর্বোচ্চ আদালত৷ এদিকে নির্বাচন কমিশনের তরফে সর্বোচ্চ আদালতকে জানানো হয়েছিল, রাজনৈতিক দলগুলির হাতে নগদের অভাব থাকায় নির্বাচনী বন্ড বিক্রির অনুমতি দেওয়া হয়েছে৷ কমিশনের দলের তরফ থেকে দাখিল করা খরচ সংক্রান্ত রিপোর্টে জানিয়ে দেওয়া হয়, নির্বাচনী বন্ড থেকে কত টাকা আয় হয়েছে৷ সেই টাকার কতটা খরচ করা হয়েছে৷ বাকি রয়েছে কত টাকা৷ কমিশনের দাবি, নির্বাচনী বন্ডে কোনও অস্বচ্ছতা নেই৷
এদিকে ২০২২ সালের গুজরাট, হিমাচলের বিধানসভা ভোটের আগে প্রথা ভেঙে নির্বাচনী বন্ড ইসু্য করার অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ সাধারণত কোনও মাসের পয়লা তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চালু থাকে নির্বাচনী বন্ড বেচাকেনা বা ভাঙানোর ব্যবস্থা৷ তবে গতবছর বন্ড বিক্রি হয় ৯ নভেম্বর থেকে৷ বন্ড বিক্রি চলে ১৫ নভেম্বর পর্যন্ত৷ এর আগে দেশে প্রথমবার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছিল ২০১৮ সালের ১ থেকে ১০ মার্চ৷ রাজনৈতিক দলগুলিকে দেওয়া অনুদানে স্বচ্ছতা আনতে এই বন্ড বিক্রি শুরু করা হয়েছিল৷ নগদ টাকার পরিবর্তে এই বন্ড কিনে দলগুলিকে অনুদান দেওয়া যেতে পারে৷ বন্ড ইসু্য হওয়ার দিন থেকে ১৫ দিন পর্যন্ত সেটি বৈধ থাকে৷