দিল্লি, ২৬ সেপ্টেম্বর – ভারত-কানাডা পারস্পরিক সম্পর্ক ‘গুরুত্বপূর্ণ’ বলে জানিয়েছেন ট্রুডো মন্ত্রিসভার সদস্য প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার। এবার ভারতে এলেন কানাডার ডেপুটি আর্মি চিফ মেজর জেনারেল পিটার স্কট। মঙ্গলবারই নয়াদিল্লিতে এসে পৌঁছন তিনি। দিল্লিতে পা রেখেই এদিন সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন কানাডার ডেপুটি আর্মি চিফ মেজর জেনারেল। তিনি বলেন, ‘ভারত-কানাডা সম্পর্কে উন্নতির লক্ষ্য নিয়েই এই সফর। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি চাই আমরা।’
কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার বলেছেন, ‘যে অভিযোগ উঠেছে তার যথাযথ তদন্ত করা হবে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই তদন্ত জটিলতা তৈরি করছে।’ নাম না করে হরদীপ সিং নিজ্জরকে কানাডার নাগরিক বলে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী ব্লেয়ার। তাঁর সংযোজন, ‘কানাডার মাটিতে কানাডার নাগরিক খুন হওয়া দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। ফলে অভিযোগ সত্য প্রমাণিত হলে, তা উদ্বেগের বিষয় হবে।’