কালিয়াগঞ্জের ঘটনার তদন্তে সিট্ গঠন করল কলকাতা হাইকোর্ট 

Written by SNS May 11, 2023 4:53 pm

কলকাতা , ১১ মে –  কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় সিট গঠন করল কলকাতা হাই কোর্ট। রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, আইপিএস দময়ন্তী সেন ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাসকে নিয়ে তৈরি হল সিট। ৩ সদস্যের সিটে আধিকারিকদের নির্বাচিত করেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। হাই কোর্টের নজরদারিতে কাজ করবে এই বিশেষ তদন্তকারী দল। এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ— ‘‘প্রচণ্ড চাপের মুখে কাজ করতে পারছে না পুলিশ। তাই এই সিট গঠন।’’

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। সিবিআই তদন্তের দাবিতে হাই কোর্টে মামলা হয়। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি বিচারাধীন। বৃহস্পতিবার বিচারপতি সিবিআই তদন্তের আরজি খারিজ করে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে দেন। তিন সদস্যের সিটে রয়েছেন আইপিএস দময়ন্তী সেন, সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস ও রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বিচারপতি মান্থার নির্দেশ, আদালতের নজরদারিতে হবে তদন্ত। প্রয়োজনে  দ্বিতীয় ময়না তদন্ত করতে পারবে সিট। বিচারপতি জানান, এই মামলার তদন্ত চলাকালীন প্রকাশ্যে নিজেদের মত প্রকাশ করবেন না সিটের সদস্যরা। পাশাপাশি, হাই কোর্টের নির্দেশ, তদন্তে সাহায্য করতে কেস ডায়েরি এবং অন্যান্য নথি সিটকে দেবে রাজ্য পুলিশ। পরবর্তী শুনানির আগে প্রাথমিক রিপোর্ট পেশ করবে রাজ্য।
আগামী ২৮ জুনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে সিটকে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।