মুম্বই: সম্প্রতি যে ছবির টিজার মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান-জাহ্নবী অভিনীত বাওয়াল সিনেমার। সেই সিনেমার শুটিংয়ের এক সিক্রেট শেয়ার করলেন বরুণ ধাওয়ান। সেটে গিয়ে সকলের সঙ্গে কথা বলছেন, রসিকতা করছেন। কিন্তু এড়িয়ে গিয়েছেন জাহ্নবীকে। সিনেমার শুটিংয়ে গিয়ে সহ-অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে এক মাস কথাই বলেননি বরুণ ধাওয়ান। আর গোটা কাণ্ডটা ইচ্ছে করেই ঘটিয়েছেন অভিনেতা! এদিকে অভিনেতার এমন আচরণে মনে মনে বেজায় কষ্ট পেয়েছিলেন নায়িকা।
বিশ্বযুদ্ধের আবহে এক করুণ প্রেমকাহিনি গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। বরুণ জানালেন, “শুটিংয়ের গোড়ার দিকে ইচ্ছে করেই জাহ্নবীর সঙ্গে কথা বলিনি। নিজে থেকেই বন্ধ রেখেছিলাম। মনে হয়েছিল কথা বললেই আমরা বন্ধু হয়ে যাব। তার প্রভাব পড়তে পারে ক্যামেরার সামনে অভিনয়ের সময়। তাই নিজেকে কিছুটা সরিয়ে রেখেছিলান ওর কাছ থেকে। সেটে সকলের সঙ্গে কথা বলতাম। কিন্তু জাহ্নবীকে এড়িয়ে চলতাম। ভেবেছিলাম, এই দূরত্বটা আমাদের মধ্যে থেকে অভিনয় বের করতে সাহায্য করবে। নীতেশ স্যারকেও জানিয়েছিলাম সেকথা। তবে জাহ্নবীকে জানাইনি। ২০ দিন একসঙ্গে শুটিংয়ের পর ওর কাছে বিষয়টা খোলসা করি। নইলে ও বিষয়টাকে খুব ব্যক্তিগতভাবে নিয়ে কষ্ট পাচ্ছিল।”
Advertisement
Advertisement
Advertisement



