• facebook
  • twitter
Sunday, 13 October, 2024

২৪ জন তরুণীকে প্রতারণায়  পুলিশের জালে বারাসতের যুবক

কলকাতা,৩০ সেপ্টেম্বর — কলকতার বুকে এমন এক প্রতারকের খোঁজ মিললো যার কাণ্ড শুনে বিস্ময় চোখ কপালে উঠেছে আমজনতার।মাত্র ২৮ বছর বয়সে মিথ্যে পরিচয় দিয়ে পরপর ২৪ জন তরুণীকে বিয়ে করার অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে । তার নাম আশাকুল মোল্লা। বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতের  কাজীপাড়া এলাকায়। আশাবুলের ২৪ জন ‘স্ত্রী’র মধ্যে একজনের অভিযোগের ভিত্তিতে

কলকাতা,৩০ সেপ্টেম্বর — কলকতার বুকে এমন এক প্রতারকের খোঁজ মিললো যার কাণ্ড শুনে বিস্ময় চোখ কপালে উঠেছে আমজনতার।মাত্র ২৮ বছর বয়সে মিথ্যে পরিচয় দিয়ে পরপর ২৪ জন তরুণীকে বিয়ে করার অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে । তার নাম আশাকুল মোল্লা। বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতের  কাজীপাড়া এলাকায়। আশাবুলের ২৪ জন ‘স্ত্রী’র মধ্যে একজনের অভিযোগের ভিত্তিতে বুধবার দত্তপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মূলত টাকা এবং সোনাদানা লুঠ করার লোভেই পরপর বিয়ে করছিল আশাবুল। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় রাস্তা মেরামতির কাজ করতে যেত সে। প্রাথমিকভাবে জাল পরিচয়পত্র তৈরি করে ওই এলাকায় থাকতে শুরু করত আশাবুল। স্থানীয় বাসিন্দাদের জানাত, সে অনাথ। তারপর সেইসব জায়গার বিভিন্ন তরুণীকে নিজের প্রেমের জালে ফাঁসাত সে। তারপর বিয়ে করে  কয়েকদিন পর টাকা, সোনার গয়না ইত্যাদি হাতিয়ে বেপাত্তা হয়ে যেত আশাবুল।কিন্তু তার শেষরক্ষা হলো না  বুধবার দত্তপুকুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করতে চলেছে পুলিশ।