প্রয়াত হলেন বাঁকুড়ার বিখ্যাত লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী

Written by SNS February 25, 2023 6:23 pm

কলকাতা,২৫ ফেব্রুয়ারি — শনিবার প্রয়াত হন বাঁকুড়ার বিখ্যাত লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুরাগীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য শনিবার বিকেল থেকে রবীন্দ্রসদনে শায়িত থাকবে তাঁর মৃতদেহ।  ‘বাঁকুড়া মাটিকে পেণাম করি দিনে দুপুরে’ কিংবা ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ – গানগুলি কমবেশি সবারই পরিচিত। বাঁকুড়ার ভাদু, টুসু, ঝুমুরকে ভালবেসে আপন করে নিয়েছিলেন সুভাষ চক্রবর্তী।  এসেছিল সাফল্যও । বাঁকুড়া থেকে সুভাষ চক্রবর্তীর সুরধ্বনি ছড়িয়ে পড়ে গোটা গ্রামবাংলায়। গান লিখেছেন, সুরারোপ করেছেন, গেয়েছেনও । তাঁর সুরারোপিত ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল৷ কিছুদিন ধরে কলকাতাতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।বয়সজনিত কারণে রোগে ভুগছিলেন সুভাষবাবু। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন – ”বিশিষ্ট লোকসংগীতশিল্পী, গীতিকার ও সুরকার সুভাষ চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা সুভাষবাবু ঐতিহ্যময় লোকসংগীতকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তাঁর সৃষ্ট কিছু অবিস্মরণীয় লোকগান আজও মানুষের মুখে মুখে ফেরে। তাঁর প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল।আমি সুভাষ চক্রবর্তীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” জানা গেছে , শেষ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বিকেল সাড়ে ৪টে থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে লোকসংগীত শিল্পীর মৃতদেহ।