বর্তমানে আসানসোলেই কেষ্ট, হাইকোর্টের নির্দেশের পরেও তিহার যাত্রা নিয়ে সংশয় অনুব্রতর 

কলকাতা,৫ মার্চ — গতকাল খারিজ হয়েছিল অনুব্রতর রক্ষাকবচের আর্জি। সঙ্গে ১লাখ টাকা জরিমানা হাই কোর্টের। ফিষ্চুলা ফেটে রক্তক্ষরণের সমস্যার কথা জানিয়েছিলেন তিনি । কিন্তু আসানোলে চিকিৎসকরা নানা পরীক্ষা নিরীক্ষা করার পর জানান,তিনি সুস্থ সেরকম কোনো সমস্যা নেই ।রক্তক্ষরণের চিহ্ন কোথাও পাননি ওনারা । তাই দিল্লি যেতে কোনো সমস্যা নেই জনিয়েদিয়েছেন চিকিৎসকরা। কিন্তু হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পরেও, অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে ধোঁয়াশা। সকাল থেকে আসানসোল জেলে কোনও তৎপরতা চোখে পড়েনি। ইডি-র দাবি, হাইকোর্টের অর্ডারের কপি জেলে পাঠানো হয়েছে। কিন্তু জেলের তরফে কোনও জবাব মেলেনি। জেল সূত্রে খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার ব্যাবস্থা করার কথা আসানসোল-দুর্গাপুর কমিশনারেটকে জানানো হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে জেল কর্তৃপক্ষকে এখনও কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশের পরেও, অনুব্রতর দিল্লি-যাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছে।