অনুব্রতর মেয়ে সুকন্যা দিল্লিতে তলব ইডির , বুধবার বাবা-মেয়েকে জিজ্ঞাসাবাদের আগে বয়ান বদল অনুব্রতর   

দিল্লি, ১৩ মার্চ –  অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে দিল্লিতে তলব কাছে ইডি। আগামী বুধবার বাবা-মেয়েকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে। গরু পাচার মামলার বিভিন্ন খবর বের করতে অনুব্রত কন্যাকে এবার তলব করেছে এই  কেন্দ্রীয় সংস্থা। গরু পাচারে অভিযুক্ত এনামুল হক ও অনুব্রত-র দেহরক্ষী সায়গল হোসেনের উপস্থিতিতে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ইডি সূত্রের খবর, কন্যাকে ডেকে পাঠাতেই অনুব্রত গরু পাচার মামলায় সব দায় চাপান দেহরক্ষী সায়গল হোসেনের উপর। সূত্রের খবর, অনুব্রত জেরায় দাবি করেছেন, তিনি এনামুলকে চেনেন না। কারও থেকে কোনও পয়সা নেননি। সায়গল কিছু করে থাকলে তাও তিনি জানেন না। মেয়ে সুকন্যাকে আড়াল করতেই অনুব্রত এই মন্তব্য করেছেন বলে মনে করছেন ইডি আধিকারিকরা।আগামী বুধবারই সুকন্যার দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা। নিজের বয়ান বদলে নিজেকে ও মেয়েকে বাঁচাতে চাইছেন অনুব্রত মন্ডল। দিল্লির বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে আরও ১১ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। হেফাজতে থাকাকালীন এনামুল হক, সায়গল হোসেন ও সুকন্যাকে জেরা করে যে তথ্য পেয়েছেন তদন্তকারীরা, তার ভিত্তিতেই অনুব্রতকে জেরা করা হয়েছে। আপাতত, বুধবার বাবা-মেয়েকে একযোগে জিজ্ঞাসাবাদ করবে ইডি।