গরুপাচার মামলায় সিবিআই কে তদন্তে সাহায্য করছে না অনুব্রত
SNS
anubrata
বর্ধমান,৩০ আগস্ট — গরুপাচার মামলায় নতুন কোনো তথ্য উঠে আসেনি বলে জানা গেছে ।সিবিআই কর্তাদের প্রশ্ন করায় তাদের উত্তর অনুব্রত সাহায্য করছেন না। অনুব্রত মণ্ডলকে জেরা করে খুশি নন সিবিআই তদন্তকারীরা। আসানসোলের জেলে আজ প্রায় দেড়ঘণ্টা জেরা করা হয় অনুব্রতকে । কিন্তু নতুন কোনও তথ্যই বেরিয়ে আসেনি বলে সিবিআই সূত্রে খবর।
সূত্রের খবর, ১ সেপ্টেম্বর সায়গল হোসেনকে আদালতে পেশ করা হবে। সেই সংক্রান্ত নথি পত্রের প্রয়োজনেই আদালতে গিয়েছে সিবিআই। এদিন সায়গলকেও কিছুক্ষণ জেরা করেছে সিবিআই।