• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাশিয়া -ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি, রাষ্ট্রপুঞ্জে ভারতের অবস্থানে হতাশ ইউক্রেন 

মস্কো,২৪ ফেব্রুয়ারি —  গত বছরের ২৪ ফেব্রুয়ারি সর্বশক্তি দিয়ে ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়েছিল রাশিয়া। শুক্রবার সেই ঘটনারই বর্ষপূর্তি। ক্রমাগত যুদ্ধে রক্তপাত হয়েছে , ধ্বংস হয়েছে সে দেশের একের পর আবাসন, হাসপাতাল, দোকানপাট।বহু আলাপ আলোচনা হলেও কোনও সুরাহা হয়নি। তবে ভারতের অবস্থানে হতাশ ইউক্রেন, শুক্রবার দিল্লিতে কিয়েভের দূত ইভান কনোভালোভ তা স্পষ্ট করে দেন. সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “ভারত

মস্কো,২৪ ফেব্রুয়ারি —  গত বছরের ২৪ ফেব্রুয়ারি সর্বশক্তি দিয়ে ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়েছিল রাশিয়া। শুক্রবার সেই ঘটনারই বর্ষপূর্তি। ক্রমাগত যুদ্ধে রক্তপাত হয়েছে , ধ্বংস হয়েছে সে দেশের একের পর আবাসন, হাসপাতাল, দোকানপাট।বহু আলাপ আলোচনা হলেও কোনও সুরাহা হয়নি। তবে ভারতের অবস্থানে হতাশ ইউক্রেন, শুক্রবার দিল্লিতে কিয়েভের দূত ইভান কনোভালোভ তা স্পষ্ট করে দেন. সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “ভারত ভোটদানে বিরত থাকা ইউক্রেনের জন্য খুবই সংবেদনশীল বিষয়। আমরা ভারতের সমর্থন আশা করি। আমাদের ভরসা আছে যে ভবিষ্যতে ভারত আমাদের পাশে থাকবে।” জি-২০ জোটের সভাপতি ভারত এই যুদ্ধে ইতি টানতে বড় ভূমিকা নিতে পারে বলে তিনি মনে করেন। তিনি বলেন, “জি-২০ জোটের সভাপতি ভারত। তাই দিল্লির সমর্থন ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি।”

Advertisement

Advertisement