প্যারা এশিয়ান গেমসে সোনার পদক জিতলেন অঙ্কুর ধামা।

Written by SNS October 26, 2023 10:27 am

ভারত:- প্যারা এশিয়ান গেমসে সোনার পদক জিতলেন অঙ্কুর ধামা। টি-১১ ১৫০০ মিটারে সোনা জিতলেন বিশেষভাবে সক্ষম ভারতীয় এই অ্যাথলিট। দৌড় শেষ করতে অঙ্কুর সময় নিলেন ৪.২৭.৭০ মিনিট। এরআগে পুরুষদের ৫০০০ মিটার টি ১১ দৌড়ে সোনা জিতছিলেন এই প্যারা অ্যাথলিট। জানা গিয়েছে, ৫০০০ মিটারের দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটা এগিয়ে থেকেই রেস শেষ করেন অঙ্কুর। তিনি ১৬:৩৭.২৯ সময় করে সোনা জেতেন। এই এশিয়ানে প্যারা গেমসের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারতের প্যারা অ্যাথলিটরা। সূত্রের খবর, সোমবারই পুরুষদের ৫০০০ মিটারে সোনা জয়ের দুই দিনের মধ্যেই ফের সোনার পোডিয়ামে উঠলেন অঙ্কুর ধামা। এবার সোনা জিতলেন ১৫০০ মিটারে। সেই সঙ্গে দেশকে আরও একবার গর্বিত করলেন বিশেষভাবে সক্ষম ভারতীয় এই ক্রীড়াবিদ। এরআগে ২০১৬ সালে রিও প্যারা অলিম্পিকে একটি রেকর্ড গড়েন অঙ্কুর। সম্পূর্ণ দৃষ্টিহীন অ্যাথলিট হিসাবে প্যারা অলিম্পিকে অংশ নেন। এর ফলে ২০১৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে অর্জুন পুরস্কারও পান বিশেষভাবে সক্ষম এই অ্যাথ‌লিট। এবারের প্যারা এশিয়াডে চমকপ্রদ পারফরম্যান্স করছেন অঙ্কুর। বুধবার ১৫০০ মিটারের রেসে শেষ মুহুর্তে সবাইকে টেক্কা দিলেন অঙ্কুর। এশিয়ান গেমসে রেকর্ড ১০৭টি পদক পেয়েছে ভারতীয় অ্যাথলিটরা। এবার প্যারা এশিয়ান গেমসেও একের পর এক সাফল্য পাচ্ছেন ভারতীয় প্রতিযোগীরা। এশিয়ান প্যারা গেমসে জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের সুমিত আন্তিল।৭৩.২৯ মিটার জ্যাভলিন ছুড়ে গড়লেন বিশ্বরেকর্ডও। এশিয়ান প্যারা গেমসের তৃতীয় দিনেও ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রয়েছে। চিনে গত ২২ অক্টোবর থেকে শুরু হয়েছে প্যারা এশিয়ান গেমস। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। শেষবার ২০১৮ সালে ভারত প্যারা এশিয়ান গেমস থেকে ৭২টি পদক জিতেছি‌ল। এবার এখনও পর্যন্ত ১৫টি সোনা, ২০টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ সহ ৫৮টি পদক এসেছে ভারতের ঘরে। গতবারের সংখ্যা এবার ছাড়িয়ে যেতে পারে, ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স সেই ইঙ্গিতই দিচ্ছে।