মুম্বই: বাজারে ছয়লাপ নানা অনলাইন শপিং সংস্থার। আর তাদের মুখ হিসেবে মানুষের সামনে গুনগান করছেন বিনোদন থেকে খেলার বড় বড়ো নক্ষত্ররা। কিন্তু সেই সব শপিং সংস্থার পণ্য তথা আশ্বাসনে অহরহ ঠকছেন সাধারণ মানুষ। এমনই এক অনলাইন সংস্থার মুখ হিসেবে অভিযোগের মুখে অমিতাভ বচ্চন। বিজ্ঞাপনী দূত হিসেবে এবার অমিতাভ বচ্চনকে শুনতে হল “বিভ্রান্তিকর, মিথ্যুক…”এর মত কথাও। জনপ্রিয় অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্ট-এর জন্য বিগ বিলিয়ন ডে সেল-এর বিজ্ঞাপনের জেরেই আইনি জটিলতায় সিনিয়র বচ্চন। যার জেরে ১০ লক্ষ টাকা জরিমানার মুখে বিগ বি।
প্রসঙ্গত, বিজ্ঞাপনে মোটা টাকার বিনিময়ে তারকাদের মুখ বিক্রি হওয়া নতুন হয়। মূলত তাঁদের বিশ্বাসযোগ্যতার উপর ভিত্তি করেই গ্রাহকেরা পরিষেবা গ্রহণ করেন। তাই কখনও কোনও পণ্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হলে সংশ্লিষ্ট বিজ্ঞাপনে জড়িত মুখকেই দায়ী করা হয়। বিজ্ঞাপনে অভিনয়ের চুক্তি সই করার সঙ্গে সেই তারকার দায়ও জড়িয়ে যায়। ক্রেতাদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে অতীতেও একাধিকবার একাধিক তারকাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার সেই তালিকায় স্বয়ং অমিতাভ বচ্চন।
Advertisement
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স-এর তরফে সেন্ট্রাল কনসিউমার প্রোটেকশন অথরিটিতে অভিযোগ জানানো হয়েছে, অমিতাভ বচ্চন অভিনীত এই বিজ্ঞাপন পুরোপুরি বিভ্রান্তিকর। শুধু তাই নয়, দেশের খুচরো ব্যবসায়ী এতে ধাক্কা খাচ্ছে। পাশাপাশি ওই বিজ্ঞাপন তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে সিএআইটি-এর তরফে।
Advertisement
Advertisement



