নারীর ক্ষমতায়নে অ্যামেজউইটের তৃতীয় সংস্করণ

Written by SNS August 9, 2023 4:32 pm

বেঙ্গালুরু, ৯ অগাস্ট– প্রযুক্তিতে নারীর ক্ষমতায়নের মাধ্যমে তাদের সফলতার লক্ষ্যে  সম্মেলনের আমাজন ইন্ডিয়ার অ্যামেজউইটের তৃতীয় সংস্করণ ।
মহিলাদের দক্ষতা বৃদ্ধি এবং ইতিবাচক কেরিয়ার গড়ে তোলার সুযোগ প্রদানের নিজেদের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে অ্যামাজন আজ বেঙ্গালুরুতে অ্যামেজউইট – অ্যামাজন উইমেন ইন টেকনোলজি কনফারেন্সের তৃতীয় সংস্করণের আয়োজন করেছে। একদিনের এই হাইব্রিড কনফারেন্স নারীদের উদ্ভাবনী প্রযুক্তি ও পেশাগত উন্নয়ন সম্পর্কে জানার সুযোগ করে দেবে।
অ্যামেজউইট কনফারেন্স ২০২৩-এ প্রযুক্তি নেতৃবৃন্দ, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার, বিজনেস ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারসহ ৪০০ জনেরও বেশি অংশ নেন। এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের মহিলা শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন, যারা কঠোর স্ক্রিনিং এবং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছিল।