• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের, হেনস্থা-হুমকিতে কাঠগড়ায় সাহিল

 মুম্বই,২০এপ্রিল — ফের এক মহিলাকে হেনস্তা করা ও হুমকি দেওয়ার অভিযোগে বিপাকে সাহিল খান। তার বিরুদ্ধে মুম্বইয়ের ওশিয়ারা থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪, ৫০৬, ৫০৯ ধারায় দায়ের করা হয়েছে এফআইআর । হেনস্থা ও হুমকির অভিযোগের সঙ্গে জোরজুলুম করে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে অভিনেতার বিরুদ্ধে। তবে এই প্রথম নয়। এর আগেও সাহিলের নামে এক জিম

 মুম্বই,২০এপ্রিল — ফের এক মহিলাকে হেনস্তা করা ও হুমকি দেওয়ার অভিযোগে বিপাকে সাহিল খান। তার বিরুদ্ধে মুম্বইয়ের ওশিয়ারা থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪, ৫০৬, ৫০৯ ধারায় দায়ের করা হয়েছে এফআইআর । হেনস্থা ও হুমকির অভিযোগের সঙ্গে জোরজুলুম করে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে অভিনেতার বিরুদ্ধে।

তবে এই প্রথম নয়। এর আগেও সাহিলের নামে এক জিম ট্রেনারকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। বলিউডের পর্দা থেকে একেবারেই গায়েব সাহিল। মিস্টার ইন্ডিয়া খেতাব জেতার পর ‘স্টাইল’ ও ‘এক্সকিউজ মি’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

অভিযোগকারিণীর দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেতা ও তাঁর বান্ধবীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে ঝামেলা হয়েছিল তাঁর । তার পর থেকেই নাকি তাঁকে ক্রমাগত হেনস্থা ও হুমকির সম্মুখীন হতে হয়েছে সাহিলের হাতে। এমনকী, সোশ্যাল মিডিয়াতেও মহিলার নামে মানহানিকর পোস্ট করতেন সাহিল বলে অভিযোগ।

Advertisement

Advertisement

Advertisement