• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

ফের অ্যাডিনোভাইরাসে শিশুমৃত্যু, উত্তেজনা বি সি রায় হাসপাতালে 

কলকাতা, ২০ মার্চ — ফের অ্যাডিনোভাইরাসে সংক্রমিত শিশুর মৃত্যু হল কলকাতার বি সি রায় শিশু হাসপাতালে। এই মৃত্যু ঘিরে হুলুস্থুলু কান্ড বেধে যায় হাসপাতাল চত্ত্বরে।  ঘটনাটি ঘিরে চাপানউতোর শুরু  হয়েছে।  শিশুর পরিবারের অভিযোগ হাসপাতালের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে।  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ৩রা মার্চ বিধাননগর বাসন্তী কলোনির বাসিন্দা একটি পরিবার তাঁদের ৫ মাসের শিশুকে ভর্তি করে বিসি

কলকাতা, ২০ মার্চ — ফের অ্যাডিনোভাইরাসে সংক্রমিত শিশুর মৃত্যু হল কলকাতার বি সি রায় শিশু হাসপাতালে। এই মৃত্যু ঘিরে হুলুস্থুলু কান্ড বেধে যায় হাসপাতাল চত্ত্বরে।  ঘটনাটি ঘিরে চাপানউতোর শুরু  হয়েছে।  শিশুর পরিবারের অভিযোগ হাসপাতালের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে।  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ৩রা মার্চ বিধাননগর বাসন্তী কলোনির বাসিন্দা একটি পরিবার তাঁদের ৫ মাসের শিশুকে ভর্তি করে বিসি রায় হাসপাতালে।
১৬ দিন হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার বিকেলে শিশুটির মৃত্যু হয়। শিশুটির পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়, গত ১৬ দিন ধরে শিশুটির ভুল চিকিৎসা হয়েছে। শুধু তাই নয় কয়েকদিন আগেই শিশুটিকে আইসিইউতে পাঠানো হয়। তারপর থেকেই ডাক্তাররা কখনও বলছেন ভালো আছে, আবার কখনও বলছেন অবস্থা খারাপ। শেষ পর্যন্ত রবিবার বিকেলে শিশুটির মৃত্যু হয়। এরপরই হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়।  বিক্ষোভ দেখাতে শুরু করে মৃত শিশুর পরিবার এবং পরিজনরা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথেও তাঁদের বচসা শুরু হয়।  গত কয়েকদিন ধরে বিসি রায় শিশু হাসপাতালে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে অ্যাডিনোভাইরাস নিয়ে উদ্বেগ উঠেছে চরমে।